শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পূবাইলে ডুবে কিশোরের মৃত্যু 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

পূবাইলে ডুবে কিশোরের মৃত্যু 

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড ছিকলিয়া এলাকায় বন্ধুদের সাথে ১৫০ টাকা বাজিতে  সাঁতার কাটতে গিয়ে বিলের পানিতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হন নয়ন (১৮)ও হুমায়ুন (১৮) নামে আরও দুইজন তারা উভয় সাতানি পাড়া গ্রামের বাসিন্দা। 

গত শুক্রবার এ ঘটনা ঘটে পরবর্তীতে রাতে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করেছে। ডুবুরি দলের প্রধান ছিলেন এস ও  আব্দুল জলিল। 

নিহত শুভ মিয়া পূবাইল থানাধীন সাতানিপাড়া এলাকার মো. খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজে কাজ করতো। 

পূবাইল থানার উপপরিদর্শক রাশেদুর রহমান বলেন, ছিকলিয়া এলাকায় বিলের পানিতে শুভ মিয়াসহ তিন বন্ধু বাজিতে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হয় শুভ মিয়া। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাতে পানি থেকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে। পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবার লিখিত দরখাস্ত করেন। দরখাস্তের পরিপ্রেক্ষিতে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

টিএইচ