সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্ববুধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পূর্বধলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারিয়া থেকে ঢাকাগামী ৪৯নং বলাকা কমিউটার আপ ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানাযায়নি। 

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি যখন রেলপথের পূর্ববুধি এলাকার ১২নং ব্রিজের কাছাকাছি আসে তখন ৪০/৪৫ বছর বয়সের ওই লোকটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি উপ-পরিদর্শক অমিত হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ