সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে জয় রবিদাস (১৬) নামের এক কিশোর মারা গেছে। গত শনিবার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় রবিদাস স্থানীয় কিসমতবারেঙ্গা গ্রামের মৃত মুকুল রবিদাসের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে জয় রবিদাস রাস্তা পার হওয়ার সময় নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ একেএম মুঞ্জুরুল হক বিষয়টি জানিয়েছেন।

টিএইচ