রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

পূর্বধলায় ভারতীয় মদসহ তিনজন আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলায় ভারতীয় মদসহ তিনজন আটক

নেত্রকোনার পূর্বধলায় ১শ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পূর্বধলা থানার পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লাল মিয়ার বাজার নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হূদয় খান শাওন, আবু তাহের মিয়া ও রাকিব হোসেন ওরফে শরিফুল। এদের মধ্যে হূদয় খান শাওনের বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় ও অপর দুইজনের বাড়ি একই উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায়। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত শনিবার রাতে থানার এসআই আলাল উদ্দিন, এসআই শফিউল্লাহ, এএসআই মোকাম্মেল হোসাইন ও এএসআই ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে চেকপোস্ট ডিউটি করছিল। 

এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জগামী একটি মাইক্রোবাসে ঢাকা তল্লাশি করে পাটের ও প্লাস্টিকের দুটি বস্তায় ১শ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করে ও তাদের ব্যবহূত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

টিএইচ