বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পূর্বধলা নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক আটক 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি  

পূর্বধলা নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক আটক 

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেশা জাতীয় একশ পিস ইনজেকশনসহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার দিনগত রাতে উপজেলার কাজী সুপারমার্কেটের পিছনের পরিত্যক্ত ঘর থেকে ইয়াসিনকে ইনজেকশনসহ আটক করা হয়। সে একই উপজেলার বিশকাকুনি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাতে এ তথ্য জানিয়ে বলেন, ইয়াসিন কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত কৌশলের সঙ্গে মাদক বিক্রি করে আসছিলো। 

তিনি আরও জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় বিশকাকুনি গ্রামে ইয়াসিনের কৃষিপণ্য দোকানে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় একশ পিস ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে সোমবার (১৮ মার্চ) আদালতে প্রেরণ করা হয়।

টিএইচ