বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের লাইন দখল বেদখলের আধিপত্য নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম ওরফে শওকত নামের এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন।

এ সময় তার ভাই মো. শাকের ও চাচাতো ভাই মো. তারেক আহত হন। শওকত পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন শওকত।

আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শওকত। গত সোমবার রাতে পেকুয়া বাজারের পশ্চিম পাশে স্লুইচগেটের সামনে এ ঘটনা ঘটে।

পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, শ্রমিক সংগঠন নিয়ে কোন ধরনের বিরোধ নেই। সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। ওসমানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। হামলার কথা শুনে আমি আর ওসমান দুজনে একসঙ্গে হাসপাতালে গিয়েছি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, হামলার কথা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন খুন হলো সব তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ