বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পেকুয়ায় গাঁজাসহ কারবারি আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় গাঁজাসহ কারবারি আটক

কক্সবাজারের পেকুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মোকতার আহমদ (৬৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। মোকতার আহমদ একই এলাকার মৃত সোনামিয়ার ছেলে।

থানা সূত্রে জানাগেছে, মোকতার আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। গোপন সংবাদে মাদক বিক্রির খবর জানতে পেরে উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আবদুর রব চৌধুরীর নেতৃত্বে পুলিশ মগকাটা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেন মোকতার আহমদকে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

টিএইচ