বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজারে পেকুয়ায় আলোচিত শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিষয়টি জানিয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ। এর আগে, গত ১০ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে  মো. রুবেল খান নামের এক যুবককে গ্রেপ্তার করে র্যাব। 

অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে রুবেল অন্যতম। রুবেল হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এই রুবেলই সরাসরি অপহূতের স্বজনদের নিকট অপহূতের মোবাইল থেকে দফায় দফায় কল দিয়ে ৩৫ লাখ ও পরে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

তার দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

টিএইচ