শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পেকুয়ায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার টইটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আবু বক্কর (৪)। সে পশ্চিম পাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন মো. আবু মোস্তাকিম বলেন, সন্ধ্যায় আবু বক্কর বাড়ির শয়ন কক্ষে খেলছিল। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়। পায়ে রক্ত দেখে শিশুটির মা পেরেকে আঘাত পান বলে সন্দেহ করেন। 

তবে কিছুক্ষণের মধ্যে শিশুটির জ্বালাপোড়া শুরু হলে তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু বক্কর।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, রাতে মৃত অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল। তবে সাপের কামড়ে মারা গেছে কিনা নিশ্চিত নই।

টিএইচ