শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

পোরশা  (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ প্রতিপাদ্য ও কয়েকটি দাবি নিয়ে  ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করেছে এক বিশাল গণ সমাবেশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার জিরো পয়েন্ট চত্বর সারাইগাছি মোড়ে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্তম্ভের সামনে পোরশা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হুজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ। 

ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির প্রত্যাশা পূরণ ও ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের দাবি নিয়ে তিনি দেশের বিভিন্ন পর্যায়ে কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে তার বিবরণ দেন এবং গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে কথাও তিনি সবাইকে স্মরণ করে দেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মাস্টার মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ মুহাম্মদ কাওছার কামাল শাহসহ ইসলাম প্রিয় সকল স্তরের জনগণ।

টিএইচ