বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পৌনে ২ কোটি টাকার রাস্তা ৫ মাসেই শেষ!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 

পৌনে ২ কোটি টাকার রাস্তা ৫ মাসেই শেষ!

১২শ ৮৫ মিটার রাস্তার মধ্যে প্রায় ৫৮৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণের ৫ মাসের মাথায় নষ্ট হয়ে গেছে। নিম্নমানের ইট বালি ও পিচ দেয়ার কারণে অধিকাংশ স্থানে গর্তসহ রাস্তা ধসে ও দেবে গেছে। এ চিত্র নেত্রকোনার পূর্বধলা উপজেলা হেডকোয়াটার (রেল স্টেশন)-পূর্বধলা জিসি সড়কের। এ ঘটনায় পথচারী ও সাধারণ মানুষসহ এলাকাবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

পূর্বধলা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, পূর্বধলা রেল স্টেশন বাজার থেকে পূর্বধলা বাজার পর্যন্ত জিওবিএম প্রকল্পের আওতায় ১ কোটি ৫৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ১২শ ৮৫ মিটার রাস্তার কাজ গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয়ে চলতি বছরের মে মাসে শেষ হয়। 

এর মধ্যে ৭শ মিটার ছিল আরসিসি ও ৫৮৫ মিটার ছিল কার্পেটিংয়ের কাজ। কাজটি করেছেন স্থানীয় এমএম আর এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. মোখলেছুর রহমান হাসান।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের কয়েকদিন পর বিভিন্ন স্থানে গর্ত হয়ে দেবে গেছে। অনেক স্থান উঁচু-নিচু হয়ে গেছে। তাদের অভিযোগ রাস্তায় কাজ করার সময় ঠিকাদার নিম্নমানের ইটের সুরকি, বালি ও পুরাতন পিচ তুলে তার ওপরেই পিচ ঢেলে রোলার টেনেছেন। যার কারণে রাস্তা দেবে সরকারের সব টাকা গচ্ছা  গেছে।

নির্মাণকারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. মোখলেছুর রহমান হাসান বলেন, কাজ চলাকালীন সময়ে ভারী যানবাহন চলাচলের জন্য কিছু কিছু জায়গা ভেঙে গেছে। তাছাড়া অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় পানি জমে কিছু কিছু জায়গা ভেঙে গেছে। উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে আবারও মেরামতের চেষ্টা করবো।

উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি। যেসব জায়গায় গর্তসহ রাস্তা ধসে ও দেবে গেছে তা সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

টিএইচ