শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

প্রকল্পের ঘর বরাদ্দে ঘুষ গ্রহণের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

প্রকল্পের ঘর বরাদ্দে ঘুষ গ্রহণের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে প্রকল্পের ঘর বরাদ্দের নামে সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে স্থায়ীভাবে অব্যহত দেয়া হয়েছে। 

গত শনিবার উপজেলা আ.লীগের জরুরিসভা ডেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদ আব্দুল মতিন তথ্যটি জানিয়েছেন।

এদিকে নজরুল ইসলামকে অব্যহতি দেয়ার বিষয়টি জানিয়ে দলটির দপ্তর সম্পাদক সেবক কুমার কুন্ডু এ সংক্রান্ত একটি প্রেস রিলিজ পাঠিয়েছেন সংবাদ কর্মীদের কাছে।

দলটির পক্ষে জানানো হয় দলীয় পদে থাকার দাপটে নজরুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর দেয়ার কথা বলে সাতজন নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। এই টাকা ফেরত পেতে ভুক্তভোগী নারীরা নাটোর আমলি আদালতে পৃথক দুইটি মামলা ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। এরই প্রেক্ষিতে গত বৃহষ্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর আহম্মেদ অভিযোগকারীদের শুনানী গ্রহণ করেন। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের প্রচেষ্টায় ভুক্তভোগী নারীদের ৫জন নারীর টাকা ফেরত দেন।

এনিয়ে গত শনিবার দেশের গণমাধ্যমে ঢালাওভাবে সংবাদ প্রকাশিত হলে দলের  হাইকমান্ডের নির্দেশে উপজেলা আ.লীগ নজরুল ইসলামকে দল থেকে অব্যহতি দেয়া হয়।

টিএইচ