শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রকল্পের টাকার শতভাগ সদ্যব্যবহার করা হবে : নবনির্বাচিত চেয়ারম্যানে

বরিশাল ব্যুরো  

প্রকল্পের টাকার শতভাগ সদ্যব্যবহার করা হবে : নবনির্বাচিত চেয়ারম্যানে

উন্নয়ন প্রকল্পের অনুদানের শতভাগ টাকার সদ্যব্যবহার করবেন বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মেদ তালুকদার। 

শুক্রবার (১০ মে)বরিশাল ক্লাব রোডের একটি ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব আরও বলেন, সরকারের কোন প্রকল্পের টাকা হরিলুট হতে দেবেন না। স্বাস্থ্যব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন করা হবে। 

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। তথ্যপ্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে এ উপজেলাকে দেশসেরায় পৌঁছাতে কাজ করবো। পদ্মাসেতুর সুফল কাজে লাগিয়ে আমরা প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে কাজ করে যাবো। চেয়ারম্যান রাজিব আরও বলেন, আমি সব দলমতের মানুষের জনপ্রতিনিধি। সবার ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার কাছ থেকে সব শ্রেণিপেশার মানুষ সর্বোচ্চ সেবা পাবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন, ফারুক গাজী, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম সবুজ, এনায়েত হোসেন পান্না, বাছির আহমেদ বাচ্চু, এসএম আতিকুর রহমান, সাইফুর রহমান সাহান প্রমুখ।

টিএইচ