শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

প্রকৃতি প্রেমীদের জন্য নির্মিত হলো আই লাভ ফরেস্ট 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

প্রকৃতি প্রেমীদের জন্য নির্মিত হলো আই লাভ ফরেস্ট 

পার্বত্য চট্টগ্রামে দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বন বিভাগের অর্থায়নে কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বিট এলাকায় স্থাপন করা হয়েছে ‘আই লাভ ফরেস্ট’ নামে একটি নান্দনিক স্থাপনা। যা ইতোমধ্যে প্রকৃতি প্রেমীদের নজর কেড়েছে। 

কাপ্তাইয়ের মতো দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটকরা যখন কাপ্তাই বেড়াতে আসবেন তখন কাপ্তাই সড়কের পাশে ব্যঙছড়ি এলাকায় এই স্থাপনা দেখার পর তাদেরও বনের প্রতি ভালোবাসা জন্মাবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান। তিনি আরোও বলেন, বন বাঁচলে মানুষ বাঁচবে। আমরা চাই মানুষ বনকে উজাড় না করে বেশি করে গাছ লাগিয়ে এই ধরত্রীতে আরোও সবুজে সবুজে ভরিয়ে দিক।

কাপ্তাইয়ের বাসিন্দা বন ও পরিবেশকর্মী মংচাই মারমা বলেন, আমাদের জন্ম পাহাড়ে। ছোট বেলা হতে গাছ গাছালির সঙ্গে আমাদের বেড়ে উঠা। কিন্তু দুঃখের বিষয়, ইদানীং নির্বিচারে এক শ্রেণির লোকজন বনকে উজাড় করে দিচ্ছে। বন তার নিজস্ব ঐতিহ্য হারাতে বসেছে। আই লাভ ফরেস্ট এই স্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি মানুষ এই স্থাপনা দেখে বনকে ভালোবাসবে এবং আরোও বেশি করে গাছ লাগাবে।

সমপ্রতি কাপ্তাইয়ে বেড়াতে আসা চট্টগ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম, স্বপন চৌধুরীসহ কয়েকজন পর্যটক জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলা এমনিতেই পাহাড়, প্রকৃতিতে সমৃদ্ধ উপজেলা। আমাদের কাছে প্রিয় একটি জায়গার মধ্যে কাপ্তাই উপজেলা অন্যতম। এদিকে ‘আই লাভ ফরেস্ট’ স্থাপনাটি দেখে আমাদের ভালো লেগেছে। আমরা চাই বন তার ঐতিহ্য ফিরে পাক।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খান জানান, পাহাড়-প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি, কাপ্তাইয়ে যারা ঘুরতে আসবেন তাদের কাছে এই স্থাপনাটি নজর কাড়বে। প্রকৃতিপ্রেমীরা এই স্থাপনাটির মাধ্যমে স্মৃতিচারণ করতে পারবে।

টিএইচ