শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু  

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  

প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু  

জামালপুরের সরিষাবাড়ীতে মৃত পুত্রের সুদের টাকা মিটাতে গিয়ে দাদন ব্যবসায়ীর হাতে প্রাণ গেল পিতার। উপজেলার খাগুড়িয়া মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ বৃদ্ধ সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দাদন ব্যবসায়ী ছেলে জুলহাস উদ্দিনের কাছ থেকে একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ৫০ হাজার টাকা সুদে নেয়। সুদের টাকা পরিশোধ না করে সমপ্রতি হেলাল উদ্দিন মারা যায়। 

জুলহাস সুদের টাকার জন্য বৃদ্ধ সিরাজুল ইসলামকে চাপ দেয়। গত শনিবার ওই টাকার জন্য সিরাজুল ইসলামের বাড়িতে এক সালিশ বৈঠকে টাকা নিয়ে দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় সুদারু জুলহাসের স্ত্রী আসমা বেগম ও  ভাই মোফাজ্জল হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনার সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

টিএইচ