শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতিপক্ষের গুলিতে জেলা পরিষদ সদস্যসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রতিপক্ষের গুলিতে জেলা পরিষদ সদস্যসহ দুজনের মৃত্যু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের গুলিতে জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও স্কুলশিক্ষক মতিন আলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানিহাটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সালাম  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। মতিন আলী হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, ‘নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এক পক্ষের নেতৃত্ব দিতেন আব্দুস সালাম।

টিএইচ