সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কান্তজিউ মন্দির পরিদর্শন 

দিনাজপুর প্রতিনিধি  

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কান্তজিউ মন্দির পরিদর্শন 

গত শনিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে দিনাজপুর জেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপালের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় কান্তজিউ মন্দিরের উন্নয়ন ও পর্যটনে নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক  শাকিল আহমেদের বিশেষ আমন্ত্রণে মহাপরিচালক দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ী, রাজবাড়ী মন্দির এবং হেমায়েত উল্লাহ দিনাজপুর যাদুঘর পরিদর্শন করেন। 

এ সময় দিনাজপুর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিমের পরামর্শক্রমে দিনাজপুর রাজবাড়ী, রাজবাড়ী মন্দির ও হেমায়েতুল্লাহ দিনাজপুর যাদুঘর উন্নয়নের প্রস্তাব তুলে ধরলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে মর্মে মহাপরিচালক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

সংস্কার কাজ করা হলে পর্যটনের সম্ভাবনার দার খুলবে বলে মনে করছেন। দিনাজপুর একটি পুরাতন জেলা। এ জেলায় অনেক ঐতিহাসিক নির্দশন রয়েছে। এই নির্দশনগুলো সংস্কার ও পর্যটকদের নিরাপত্তাসহ থাকা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পর্যটন খাত থেকে রাজস্ব আয় হবে।

টিএইচ