শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রাজশাহীতে সাত বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রাজশাহীতে সাত বিশেষ ট্রেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী জনসভা উপলক্ষে পশ্চিম অঞ্চলে রেলওয়েতে চালু করা হয়েছে সাত বিশেষ ট্রেন। রোববার (২৯ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এই ট্রেনগুলো রাজশাহীতে আসবে। এসব ট্রেনে মোট ৫ হাজার ৩৩৬ জন যাত্রী পরিবহন করা যাবে।

পাঁচ বছর পর রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা। এ জনসভাকে সামনে রেখে নতুন সাজে সেজেছে রাজশাহী নগরী, থাকছে বিশেষ ট্রেনও। আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এক মাস ধরে রাজশাহীতে চলছে নানা ধরনের প্রস্তুতি। তাকে স্বাগত জানাতে নগর ও জেলাজুড়ে ৪৪টি তোরণ তৈরি করা হয়েছে। জনসভাস্থলের আশেপাশের সড়কগুলোকে সংস্কার করে চকচকে করা হয়েছে। নগরীর সড়কদ্বীপগুলো ঝেড়ে-মুছে রঙিন করা হয়েছে। 

নগরজুড়ে প্রজাপতি ও রাজকীয় সব সড়কবাতি লাগানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। এসব ব্যানারে সরকারের উন্নয়ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী জনসভা উপলক্ষে পশ্চিম অঞ্চলে রেলওয়েতে চালু করা হয়েছে সাত বিশেষ ট্রেন। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত এই ট্রেনগুলো রাজশাহীতে আসবে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ট্রেনগুলো সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে। এসব ট্রেন ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে। বিশেষ ট্রেন সেবায় সবচেয়ে বেশি আসন থাকবে সিরাজগঞ্জের ট্রেনে। সিরাজগঞ্জ থেকে ১ হাজার ৫০ জন যাত্রী এই জনসভায় আসতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জের ট্রেনটি দুবার যাত্রী পরিবহন করবে।

ট্রেনগুলোর মধ্যে জয়পুরহাট স্পেশাল ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে সকাল ৯টায় ছাড়বে। রাজশাহী পৌঁছাবে দুপুর ১২টা ২০ মিনিটে। ট্রেনটি সন্ধ্যা পৌনে ছয়টায় রাজশাহী থেকে ছেড়ে যাবে। নাটোর স্পেশাল ট্রেনটি সকাল ৯টায় নাটোর ছেড়ে সকাল সাড়ে ১০টায় রাজশাহী পৌঁছাবে। 

ট্রেনটি ৭৩৫ জন যাত্রী পরিবহন করতে পারবে। সিরাজগঞ্জ স্পেশাল ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে বেলা দেড়টায় রাজশাহীতে পৌঁছাবে। এর আসনসংখ্যা ১ হাজার ৫০টি। ট্রেনটি আবার সন্ধ্যা ছয়টায় রাজশাহী থেকে ছেড়ে যাবে। রহনপুর স্পেশাল ট্রেন বেলা সাড়ে ১১টায় ছাড়বে। রাজশাহী পৌঁছাবে বেলা ১টা ৫ মিনিটে। জনসভা শেষে ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী থেকে ছেড়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রেন দুবার যাত্রী পরিবহন করবে। প্রথমবার সকাল সাতটায় ছেড়ে সাড়ে আটটায় রাজশাহী পৌঁছাবে। আবার ৮টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাবে। ফের সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী পৌঁছাবে দুপুর ১২টা ৫ মিনিটে। 

সন্ধ্যা ছয়টায় ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। এই ট্রেনের মোট আসন থাকবে ৪২৮টি। রানীনগর স্পেশাল ট্রেনে সকাল সোয়া ১০টায় ছেড়ে বেলা পৌনে একটায় রাজশাহী পৌঁছাবে। আবার সন্ধ্যা সাতটায় রাজশাহী ছেড়ে যাবে। এ ট্রেনে আসন ৭৬৮টি। আড়ানী স্পেশাল ট্রেন দুপুর ১২টা ৩৫ মিনিটে ছেড়ে বেলা সোয়া একটায় রাজশাহী পৌঁছাবে। আবার বিকেল সোয়া পাঁচটায় রাজশাহী ছেড়ে যাবে। এ ছাড়া ঈশ্বরদী থেকে আরও একটি স্পেশাল ট্রেন যোগ হতে পারে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

বিশেষ ট্রেন চালু করার কারণে অন্যান্য নিয়মিত ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটবে কিনা— এব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রোববার কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। শুধু মধুমতি ট্রেন একটু বিলম্ব হতে পারে। তা ছাড়া সব ট্রেন সময়মতো চলবে। বন্ধ ট্রেনগুলোর লোকোমোটিভ এই স্পেশাল ট্রেনে ব্যবহার করা হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখানে নির্মাণ হয়েছে, নদীর তীর ঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা, তৈরি হয়েছে ফ্লাই-ওভার। শিক্ষা ও প্রশিক্ষণ কাজে গতি আনতে এখানে তৈরি প্রযুক্তি হাব, বঙ্গবন্ধু হাইটেক পার্কও। আওয়ামী লীগ নেতারা বলছেন, গেল এক বছরেই এই শহরের উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটিরও বেশি উন্নয়ন কাজ করেছে সরকার। 

টিএইচ