বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ

বিএনপি জামায়াত চক্রের প্রধান বিচারপতির বাস ভবনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করে।

রাজবাড়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আবু বক্কর মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আযম মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শফিকুল হোসেন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. উজির আলী শেখ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা প্রধান বিচারপতির বাস ভবনে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

টিএইচ