সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রবল বর্ষণে গৃহবন্দি-ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রবল বর্ষণে গৃহবন্দি-ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রবল বর্ষণে ও বৈরী আবহাওয়ার ফলে পার্বত্যাঞ্চলে ভোগান্তি নেমে এসেছে সাধারণ মানুষের। চলমান অতিবৃষ্টির ফলে গৃহবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া মানুষ। তাদের কথা চিন্তা করে ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন। 

বুধবার (৯ আগস্ট) উপজেলার রাজনগর বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত, অসহায়, গরিব ও দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আটা, চিনি ও লবণ।

এসময় জোন অধিনায়ক বলেন, ৭ দিনের টানা বৃষ্টিতে স্থানীয় এলাকায় কিছু আবাদি জমি প্লাবিত হয়। ফলে দিনমজুর হিসেবে কাজ করা প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের কারণে কাজ এবং খাদ্যাভাবে ভুগছিল। 

এ ছাড়াও এলাকার নিচু জমিতে বসবাসরত স্থানীয় ব্যক্তিদের বসত বাড়িতে বৃষ্টির পানি ওঠায় মানবেতর দিন কাটাচ্ছেন। তাই মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

টিএইচ