সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রাথমিক শিক্ষা পদকে খুলনা বিভাগে শ্রেষ্ঠ মাগুরার ডিসি 

মাগুরা প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদকে খুলনা বিভাগে শ্রেষ্ঠ মাগুরার ডিসি 

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক মাগুরার মোহাম্মদ আবু নাসের বেগ। 

শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৮টি ক্যাটাগরিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এরমধ্যে মাগুরা জেলার সবকয়টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ১৫ দফা উদ্যোগ বাস্তবায়ন অন্যতম। 

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করায় বিভাগীয় কমিশনার, খুলনা মো. হেলাল মাহমুদ শরীফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক। 

এছাড়া, তিনি এই কৃতিত্বের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসাররা, জনপ্রতিনিধিরাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টিএইচ