শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ হলেন ইউএনও সোহরাব হোসেন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ হলেন ইউএনও সোহরাব হোসেন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। 

গত মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক শামিম আহমেদ ও জেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষায় বিশেষ অবদান রাখার কারণে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোহরাব হোসেনকে নির্বাচিত করেন।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতবছর ১৪ ই জুন চারঘাট উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন সোহরাব হোসেন। যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পরিদর্শন শুরু করেন। প্রাথমিক  স্কুল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ শাখায় পরিদর্শন করেন, নেন শিক্ষার্থীদের ক্লাশ। ক্লাশে বাল্যবিয়ের কুফল, মাদকের ভয়াবহতার বিষয় গুলোতুলে ধরে দেন দিক নির্দেশনামূলক বক্তব্য।

এরই ধারাবাহিকতায় তিনি শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি, ঝড়ে পড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার উদ্যেগ গ্রহণ, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত স্কুল পরিদর্শনে উদ্বুদ্ধকরণ, স্কুলভিত্তিক জ্ঞান চর্চায় ডিবেট ও স্কাউট ক্লাব গঠন, স্কুলভিত্তিক খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন। 

উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনও কে শুভেচ্ছা জানিয়েছেন।  

টিএইচ