বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রেসক্লাব রামপালের নেতাদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

প্রেসক্লাব রামপালের নেতাদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

রামপাল থানার নবাগত ওসি মো. সেলিম রেজার সঙ্গে প্রেসক্লাব রামপালের  নেতারা মতবিনিময় করেছে। রোববার (৩ নভেম্বর) ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় রামপালে আইন শৃঙ্খলা, মাদক ব্যবসা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব নেতারা রামপালের সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে নবাগত ওসিকে অবহিত করেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সাংবাদিকরা আইন শৃঙ্খলা রক্ষায় তাকে সার্বিক সহযোগিতা আশ্বাস দেন। এ সময় বক্তব্য দেন, ক্লাবের সভাপতি এম,এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এইচ, আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মুর্শিদা পারভীন ও শেখ হারুন।

টিএইচ