মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

ফতুল্লায় কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

ফতুল্লায় কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

ফতুল্লায় নুর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ফতুল্লার কাশিপুর নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। 

ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হতো। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ