বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফতুল্লায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

ফতুল্লায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

ফতুল্লায় নিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আজিবুর রহমানকে জিজ্ঞাসার জন্য আটক করেছে পুলিশ। 

রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জ জেনারেলের ভিক্টোরিয়া হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সাজেদা আক্তারের মেয়ে। 

নিহতের স্বামী আজিবুর রহমান জানান, চলতি মাসেই কাজের জন্য আমরা উভয়ই মুসলিম নগর এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকতে শুরু করি। আমাদের ছয় মাস পূর্বে বিয়ে হয়। 

প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ রাত তিনটার সময় আমার ঘুম ভেঙে দেখি নিপা বিছানার নাই। এসময় খুঁজাখুঁজি করে বাড়ির ছাদে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি নিপার দেহ মাটিতে পড়ে আছে। আমার ডাকচিৎকার সকলে এগিয়ে আসলে তাদের নিয়ে নিপাকে হাসপাতালে নিয়ে যাই। এসময় সেখানকার ডিউটিরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

টিএইচ