সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ 

নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মা ও তিন বছরের ছেলে দ্বগ্ধ হয়েছে। গত রোববার সন্ধায় ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানসনের দশ তলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। এ সময় গ্যাস বিস্ফোরণ হয়ে ঘরের জানালা চুর্ণ বিচুর্ণ হয়ে যায়।  আগুনে দগ্ধরা হলেন, কুলসুম  বেগম (২৫) ও তার তিন বছরের ছেলে খালিদ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দন্ধ মা ও শিশু সন্তানকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফকরুদ্দিন জানান, তাৎক্ষণিক কিছু বলা যাবে না, তদন্তে শেষে সব কিছু জানানো হবে।

টিএইচ