বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফতুল্লায় পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ ফতুল্লায় নয়ন শিকদার (১৭) নামে এক হোশিয়ারি শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে ফতুল্লার বোয়ালখালি খালের পাশে ভূইয়ারবাগ মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত নয়ন শিকদার ভূইয়ারবাগ এলাকার জালাল সিকদারের ছেলে।

এ বিষয়ে নিহত নয়নের পিতা জালাল মিয়া জানান, আমার ছেলের সাথে কারো বিবাদ নাই। কে বা কারা আমার সন্তানকে হত্যা করেছে তা জানি না তবে হত্যাকারী যেই হোক তার বিচার চাই। 

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বলেন, কে বা কারা এ খুনের সাথে জড়িত তদন্ত চলছে। খুনিদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ