শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জের গল্লাক ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিল দাবি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জের গল্লাক ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিল দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

রোববার (১০ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজ, আমাদের ক্যাম্পাস। এখানে কমিটি হবে স্বচ্ছ এবং স্বৈরাচার মুক্ত। কোন মাদক কারবারি ও সেবনকারী এবং স্বৈরাচারের দোসর দিয়ে আমাদের কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ঐতিহ্য ধরে রাখতে যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত। কোন স্বৈরাচারদের দিয়ে এ প্রতিষ্ঠানের কমিটি হবে তা আমরা কোনভাবেই মেনে নেবো না। 

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, মো. খোরশেদ আলম চৌধুরী ও মো. ওমর ফারুক বলেন, আমাদের কলেজের কমিটি হবে আমরা জানি না। অবৈধভাবে আমাদের প্রতিষ্ঠানের কমিটি কোন ভাবেই মানা যায় না।

টিএইচ