সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার 

চাঁদপুরের ফরিদগঞ্জে ২শ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে থানার ওসি মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাঁশতলা এলাকার দাই বাড়িতে অভিযান চালিয়ে দুইশ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মৃত ইমাম মাওলার ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার মিস্ত্রি বাড়ির নাছির আলীর ছেলে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন অরপে জহিস্যা। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করে শনিবার (৭ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ