শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে নিখোঁজের ৬ দিনপর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে নিখোঁজের ৬ দিনপর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৬দিন পর ডোবা থেকে মানুষিক ভারসাম্যহীন স্বামী পরিত্যক্তা পান্না আক্তার পানুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের শেখ বাড়ির পেছনের ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পান্না পশ্চিম লাড়ুয়া এলাকার শেখ বাড়ির মৃত নুর হোসেন শেখের মেয়ে। ডোবায় অর্ধগলিত লাশের কথা শুনে থানার ওসি মো. সাইদুল ইসলাম ও থানার এসআই ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

মৃত পান্নার বড় ভাই মফিজ শেখ জানায়, গত রোববার রাতে খাবার খেয়ে আমার বোন পান্না ঘর থেকে বের হয়ে যায়। গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের এক মহিলা হাঁস খুঁজতে গিয়ে ডোবায় অর্ধগলিত মরদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। ডোবায় লাশের কথা শুনে এসে দেখি আমার বোনের লাশ। 

তিনি আরো জানান, প্রায় ২০ থেকে ২২ বছর পূর্বে সিলেটে সামছুল ইসলামের কাছে বোনকে বিয়ে দেই। এরপর বোনের একটি ছেলে সন্তান হয়। তার মানসিক সমস্যা থাকার কারণে ছেলেকে নিয়ে তার বাবা এখান থেকে চলে যায়। তারপর থেকে বোনটা আমার কাছেই ছিল।

থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ