সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে ট্রাফিক পুলিশদের ডাব ও স্যালাইন পানি পান করালেন ডিসি

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ট্রাফিক পুলিশদের ডাব ও স্যালাইন পানি পান করালেন ডিসি

প্রচণ্ড দাবদাহে জনজীবন যখন দুর্বিষহ তখন ট্রাফিক পুলিশ সদস্যদের পানি পান করান ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার। 

বুধবার (৭ জুন) বিকেলে শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের ডাব ও স্যালাইন পানি নিয়ে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের পানি পান করান তিনি। 

এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা ডিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। তারাও মানুষ। তাদেরও জীবন আছে। প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। 

দাবদাহের মধ্যেও গরমকে উপেক্ষা করে তারা রোদে দাঁড়িয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের এ সেবার প্রতি একাত্মতা জানাতে ডাব ও স্যালাইন পানি পান করানো হয়।

টিএইচ