রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘ফরিদপুরে যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে’

ফরিদপুর প্রতিনিধি 

‘ফরিদপুরে যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে’

ফরিদপুর জেলা পুলিশে চলমান নিয়োগ স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। সোমবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশের নিয়োগ চলাকালে একশ্রেণির দালাল চক্র মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে জানিয়ে পুলিশ সুপার সাংবাদিকদেরও সজাগ থাকার আহ্বান জানান। প্রতারণাকারীদের সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশ সুপারকে অবহিত করতে অনুরোধ করেন তিনি। 

তিনি আরও বলেন, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল হবে। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন। 

সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ