শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সাজছে দেয়াল

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সাজছে দেয়াল

ফরিদপুর শহরের বিভিন্ন সড়কসহ দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছেন তারা। গত শনিবার শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালায় শিক্ষার্থীরা।

দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছে তারা। রং নিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তুলছে তারা।

শিক্ষার্থীরা জানায়, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো। এসব চিত্রাংকনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের। চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে শিক্ষার্থী জেবা তাসিন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে স্বেচ্ছায় এই দেওয়াল লিখনে অংশগ্রহণ করছে। এটির মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি এবং সচেতনতা বৃদ্ধি করতে চাই।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী সেলিমুজ্জামান রুকু বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। শহরটা সুন্দর-পরিপাটি হয়ে উঠেছে। শহর দিয়ে চলার পথে দেখতে খুবই ভালো লাগে।

টিএইচ