বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ফরিদপুর প্রাণিসম্পদ মন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর প্রাণিসম্পদ মন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

গভীর রাতে ফরিদপুর-১ আসনের নির্বাচনি এলাকার ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি। 

এর আগে তিনি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এতিমখানাসহ প্রত্যন্ত অঞ্চলের অসহায় হাজার হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

গত মঙ্গলবার দিবাগত রাতে মধুখালী উপজেলার মেছরদিয়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) শতাধিক অসহায় মানুষকে নিজহাতে কম্বল তুলে দেন মন্ত্রী আব্দুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব, থানার ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ। 

কম্বল পাওয়া মেছরদিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহিদা বেগম জানান, রাতে বাড়ে শীতের তীব্রতা। শীতের শেষ মুহূর্তে শীতের বেগ রাতে একটু বেশি। এই শীতের রাতে মন্ত্রী সাহেবের দেয়া কম্বল আমাদের অনেকটাই উপকারে আসবে। 

এ বিষয়ে মন্ত্রী আব্দুর রহমান বলেন, আমার নির্বাচনি জনপদের তিন উপজেলার প্রায় ১০ থেকে ১২ হাজার অসহায় মানুষকে শীত মৌসুমে শীতবস্ত্র (কম্বল) বিতরণ বিভিন্ন মাধ্যমে করা হয়েছে। এখনো বিতরণ চলমান রয়েছে। 

টিএইচ