ময়মনসিহের ফুলপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জাগির কাজিয়াকান্দা নামক স্থানে একটি মনোহারি দোকানের সামনে ঢাকা টু ঝিনাইগাতীগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— শেরপুর জেলার নকলা থানার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা ওরফে কবিতা (২৭) ও ঠাকুরগাঁও জেলার সদর থানার বৈইগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার ওরফে শিরিন আক্তার (২৫)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
টিএইচ