শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফুলপুরে দুই যুগেও হয়নি পৌর বিলের পানি সমাধান 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে দুই যুগেও হয়নি পৌর বিলের পানি সমাধান 

ময়মনসিংহের ফুলপুরে ২ যুগেও সম্ভব হয়নি পৌরসভার দুটি বিলের পানি সমস্যার সমাধান। ২৪ বছরের বেশী সময় ধরে ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না হওয়ায় চরম হতাশায় পড়েছেন হাজারো মানুষ। 

বিল দুটির জলাবদ্ধতা সমাধানের জন্য কয়েক বছর পূর্বে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন ফুলপুরের তৎকালীন ইউএনও শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরমেয়র মি. শশধর সেন, পৌর কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিরা। 

তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মাটি কেটে বিলগুলোর পানি নিষ্কাশন ড্রেনের উদ্বোধন করেছিলেন সাবেক ইউএনও এম সাজ্জাদুল হাসান। কিন্তুু পরবর্তীতে ড্রেন নির্মাণ কাজটি আর সম্পন্ন হয়নি। এ কারণে প্রতিবছর বর্ষার মৌসুমে চরম ভোগান্তিতে পড়েন পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বিল সংলগ্ন লেদু সরকার বাড়ি মহল্লা ও কাড়াহা গ্রামের হাজারো মানুষ।

 আষাঢ়-শ্রাবণ মাস এলেই বর্ষার পানিতে তলিয়ে যায় কৃষকের অসংখ্য ধানের ক্ষেত, ফিসারির পাড় ও স্থানীয় রাস্তাঘাট। বাড়ির উঠানে থাকে হাঁটু বা কোমর পানি। রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসতঘরে থাকে হাঁটু পানি। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকটসহ নানান সমস্যা। তাই এ জনদুর্ভোগ থেকে চিরতরে পরিত্রাণ চান দুই গ্রামের হাজারো মানুষ।

টিএইচ