সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলপুরে মাদক কারবারিসহ পাঁচজন প্রেপ্তার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে মাদক কারবারিসহ পাঁচজন প্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে মাদক কারবারিসহ ৫ জনকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ উপজেলার চর সল্পা গ্রামের মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

এছাড়া একই রাতে নিয়মিত মামলার আসামি পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার তালদিঘী গ্রামের মো. রাশেদ (৩৮) এবং একই উপজেলার বকশীমূল গ্রামের সজিব (২২), মোকামিয়াকান্দা গ্রামের বাবন চন্দ্র (৩৬) ও জামালপুর জেলার ইসলামপুর থানার পচাবহলা পাঞ্জিপাড়া গ্রামের আক্কেল আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। 

ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, গ্রেপ্তার আসামিদের শুক্রবার (১৭ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ