২০২৩ ২৪ অর্থবছরে খরিপ- ২/ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হাজার ৫০ জন কৃষকরে মধ্যে ধানবীজ, ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান এজাহার আলী, ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনসহ আরো অনেকে।
এ সময় প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অপরদিকে ১২০ জন চাষিকে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
টিএইচ