বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাকশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর  সেবা সংস্থার সহযোগিতায় এক্টিভিস্তা কুড়িগ্রামের আয়োজনে তারুণ্যের সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার সোনাইকাজি গ্রামের ধরলা নদীরপাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ১১টি ইয়ুথ গ্রুপের প্রায় ৩৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। সমাবেশস্থলে ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে বিষয়ভিত্তিক স্টল খোলা হয়। স্টলগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

আলোচনার সভার শুরুতে সমাবেশে উপস্থিত কিশোরীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন। আলোচনা সভায় ইয়ুথ গ্রুপের লিডারগণ মাদক প্রতিরোধ, পরিবেশ রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ফুলবাড়ীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে বক্তব্য তুলে ধরেন। 

এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন। 

আলোচনা সভার শেষে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণকারী ১১টি ইয়ুথ গ্রুপের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টিএইচ