বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ী উপজেলা নির্বাচন ভোটযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলা নির্বাচন ভোটযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন প্রাণান্তক করতে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ৩টি গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর থেকে সমান তালে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

এবার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ব্যক্তি ইমেজেই বেশি গুরুত্ব পাচ্ছে। চায়ের দোকান থেকে পথে ঘাটে বাসা বাড়ি, পাড়া মহল্লায় চলছে নির্বাচনি আলাপ আলোচনা ও প্রচার। পাড়ামহল্লা ও শহরে পোস্টারে ভরে গেছে। 

চেয়ারম্যান পদে প্রার্থী হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া), মো. রফিকুল ইসলাম মন্টু (আনারস) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা), মো. মকলেছার রহমান (উড়োজাহাজ), আলহাজ সোলাইমান সরকার (টিউবয়েল), মো. মামুনুর রশিদ চৌধুরী (তালা) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), মুখ শিউলী রানী (ফুটবল) ও হাজরা বানু (হাঁস) প্রতীক নিয়ে লড়াই করছেন। 

প্রতীক পাওয়ার পরথেকেই প্রার্থীরা নির্বাচনি এলাকায় মাইকিং, পোস্টার লিফলেট বিতরণ এবং ভোটারদের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন। নির্বাচনি লড়াইয়ে জয় পেতে নারী প্রার্থীরাও পুরুষ প্রর্থীদের মত মরিয়া হয়ে সমান তালে সক্রীয় প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

টিএইচ