বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেঞ্চুগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জুড়ি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. রিয়ান উদ্দিন (৩৬)। তিনি উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গতাকল বুধবার লাশটি জুড়ি নদীতে ভাসতে দেখে স্থানীয় কয়েকজন লাশটি নৌকায় তুলে পাড়ে নিয়ে আসেন, পরে স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ থানা পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন- মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রিয়ান উদ্দিন মাসিক বেতনে স্থানীয় একটি বিল পাহারা দেয়ার কাজ করতেন। গত মঙ্গলবার তিনি কাজে যাবার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার (১৪ জুন) ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার সদস্যরা।

 ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ