ফেনী শহরে অবৈধ পার্কিং বন্ধ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত সোমবার রাতে শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় ১৮ মামলায় ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার রাতে অভিযানে সড়ক পরিবহন আইনে করা চারটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানে ১৪টি মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এসএম শওকত হোসেন জানান, শহরে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে।
অভিযানে জব্দ গাড়িগুলো ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শহরকে যানজটমুক্ত করতে, অবৈধ ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিং বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
টিএইচ