সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি 

ফেনী প্রতিনিধি

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি 

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবে ৬২ ট্রান্সফরমারসহ বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের বরাত দিয়ে এ ক্ষয়ক্ষতির বিষয়টি জানানো হয়। 

এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনী অঞ্চলের ৫টি ১৫ মিটার এসপিসি পোল, ৮টি ১২ মিটার এসপিসি পোল, ১২টি ৯ মিটার এসপিসি পোল ও ৫ কিলোমিটার ১১ কেভি লাইন, ৮ কিলোমিটার ১১/০.৪ কেভি লাইন, ১৪ কিলোমিটার ৪ কেভি লাইন, ০৩ কিলোমিটার ৩৩ কেভি লাইন, ২টি ২৫০ কেভিএ ট্রন্সফর্মার, ২টি ২০০ কেভিএ ট্রন্সফর্মারের ক্ষয়ক্ষতি হয়েছে। 

এছাড়া ভেঙে গেছে ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির ১১৭ খুঁটি, ছিড়ে গেছে ৮৩৯ স্পটের তার, গাছ পড়ে ক্ষতি হয়েছে ৯৭৬ স্পটে, ১২২টি পোল হেলা, ১৯০টি  ইনসুলেটর ভাঙা, ৭৬টি ক্রস আর্ম ভাঙা, ৩৩টি কাট আউট ভাঙ্গা, ৫৮টি ট্রান্সফরমার নষ্ট, ৫৬টি লাইটনিং এরেস্টার ও ৫০৯টি  মিটার ভাঙ্গা/নষ্ট হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এতথ্য জানিয়েছেন। 

টিএইচ