সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীতে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (০৩ জুলই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহের এলাকার দুলাল বেপারীর ছেলে বাবলু, ফেনী সদর উপজেলার রামপুর এলাকার শহিদ শেখের ছেলে নয়ন শেখ, পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী এলাকার  মহসিন সর্দারের ছেলে সাইদুল সর্দার।

র্যাবের দাবি গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। 

পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজনের সামনে আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে একটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা এবং ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। 

ফেনীস্থ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ