বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় গ্রেপ্তার ১৭

ফেনী প্রতিনিধি

ফেনীতে ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় গ্রেপ্তার ১৭

ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত রোববার রাতে ফেনী মডেল থানা পুলিশ সূত্রে তথ্য নিশ্চিত জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার ১২ জন, পরশুরাম উপজেলার তিনজন ও দাগনভূঞা উপজেলার দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার নিজ বাসা থেকে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, ফাজিলপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন বিপ্লব পাটোয়ারী, মোটবী এলাকার আবদুল করিম, পাঁচগাছিয়া ইউনিয়নের খায়েজ আহাম্মদ, ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জোবায়ের হোসেন মাহিম, ফাজিলপুরের মধ্যম শিবপুর এলাকার আবুল খায়ের, লেমুয়া ইউনিয়নের আইয়ুব আহাম্মেদ আনসারী, ফরহাদনগর ইউনিয়নের মো. আবুল কালাম, পাঁচগাছিয়া ইউনিয়নের কাজী শরীয়ত উল্যাহ জুয়েল, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মো. আব্দুল মোতালেব সাকিব, পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা এলাকার মাহাদী হাসান, চিথলিয়া এলাকার আবুল কালাম, ফাজিলপুর ইউনিয়নের জসিম উদ্দিন, উত্তর ধলিয়া এলাকার মো. ইদ্রিস মুন্সি, ধলিয়া এলাকার জিয়াউল হক রিপন, দাগনভূঞার নন্দিরগাঁও এলাকার মো. শাহপরান ও পাথুয়া এলাকার মো. আবদুল কুদ্দুছকে গ্রেপ্তার করা হয়। 

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ