সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে দখলদারদের কাছ থেকে পশু জবাইখানা উদ্ধারে তৎপর পৌরমেয়র 

ফেনী প্রতিনিধি

ফেনীতে দখলদারদের কাছ থেকে পশু জবাইখানা উদ্ধারে তৎপর পৌরমেয়র 

ফেনী শহরতলীর পাঁচগছিয়া বাজারে পশু জবাইখানা দখলে নিয়েছে একটি চক্র। ফলে দীর্ঘদিন নির্ধারিত স্থানে জবাই না হওয়ায় স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রি করা হচ্ছে কিনা এনিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় পৌরসভা সূত্র জানায়, গত সোমবার পাঁচগাছিয়া বাজার পরিদর্শনে যান পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় তিনি স্থানীয়দের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের পাশেই বাজারে প্রবেশের মুখে জবাইখানা পরিদর্শন করতে যান। 

সেখানে জবাইখানার দুদিক দিয়ে টিনশেড বিল্ডিং করে দোকানপাট গড়ে তোলা হয়েছে। দোকানের ভিতরে গিয়ে মেয়র দেখতে পান জবাইখানায় গরু-ছাগল জবাইয়ের স্মৃতিচিহ্নও নেই।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, জবাইখানায় একটি গরুর খামার রয়েছে। ওই খামারসহ দোকানঘর থেকে মাসিক হারে নির্ধারিত ভাড়া আদায় করে একটি চক্র। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় মাংস বিক্রেতা নুর নবী জানান, তিনি পাঁচগাছিয়া বাজারে ১৫-২০ বছর ধরে গরুর মাংস পাইকারি বিক্রি করেন। জবাইখানা না থাকায় ফেনী শহর থেকে জবাই করে সেখানে বিক্রি করা হয়।

ইউপি মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম জানান, পৌরসভার নাম ভাঙিয়ে একটি চক্র দোকানঘর নির্মাণ করে। সেখানে স্বাস্থ্যসম্মতভাবে গরু জবাই নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ জবাইখানা নির্মাণ করলে ভোক্তারা উপকৃত হবে।

পৌরসভার বাজার পরিদর্শক মো. মাসুদুল হক মজুমদার জানান, তৎকালীন মেয়র হাজী আলাউদ্দিনের সময়কালে জবাইখানাটি একবার ভেঙে পড়ে গিয়েছিল। তখন এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তবে প্রতিবছর ওই জবাইখানা থেকে দুই লাখ টাকা পৌরসভার আয় হতো। দোকান নির্মাণ ও ভাড়া আদায়ের বিষয়ে তার কিছু জানা নেই।

ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বাজারে কয়েকটি শেড, জবাইখানা, ড্রেন, শৌচাগার নির্মাণে পৌরসভার উদ্যোগ রয়েছে। তবে জবাইখানার আশপাশে এভাবে দোকান নির্মাণের বিষয়টি তাকে কেউ জানায়নি। জবাইখানাসহ অবৈধ স্থাপনা ও পৌরসভার জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণে সার্ভেয়ারদের পরিমাপসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

টিএইচ