বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

ফেনী প্রতিনিধি

ফেনীতে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

ফেনীতে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইনসহ সব থানা ও ফাঁড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জরা।

সভায় স্থানীয় অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

টিএইচ