সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলায় আহত ১০

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলায় আহত ১০

নোয়াখালীতে পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছি সরকার দলীয়রা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজারে এ হামলার ঘটনা ঘটে। 

এ অতর্কিত হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন ভূঞা।

তিনি জানান, নোয়াখালী বিএনপির পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে কোরাইশমুন্সি বাজারের মাদ্রাসার সম্মুখে পৌঁছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা সরকার দলীয় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের বাস ভাঙচুর করে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এসময় দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনছুর আহমেদ, যুবদল কর্মী মো. সফিক, মো. মহিউদ্দিন, মো. নাছির, মো. এমাম, মো. মনির, ছাত্রনেতা জাকির, জাবেদ, ইমরান আহত হয়েছেন। 

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

দাগনভূঞা থানার ওসি  হাসান ইমাম বাসে ভাঙচুরের কথা শুনেছেন উল্লেখ করে বলেন, তবে এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ দেইনি।

টিএইচ