বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে থেকে ভারতীয় মদ ও গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে থেকে ভারতীয় মদ ও গাঁজা জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ  ভারতীয় মদ- গাঁজা জব্দ করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীস্থ ৪ বিজিবি‍‍`র আওতাধীন ওই উপজেলার তারাকুচা ও মধুগ্রাম বিওপির সদস্যরা এদিন ভোররাতে  মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ফুলগাজী উপজেলার  উত্তর তারাকুচা এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় মদ এবং ছাগলনাইয়া উপজেলার নব্বইনালি নামক স্থান থেকে ৫৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। যা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

ফেনীস্থ- ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান ও জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

টিএইচ