শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীর বিতর্কিত শ্রমিক নেতা কারাগারে 

ফেনী প্রতিনিধি

ফেনীর বিতর্কিত শ্রমিক নেতা কারাগারে 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্বঘোষিত ‘সম্রাট’ ফেনীর বিতর্কিত শ্রমিক নেতা মোহাম্মদ আলীকে ট্রাকবর্তী সয়াবিন আত্মসাত মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আদালতের এপিপি সৈয়দ আবুল হোসেন জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাজী অজিউল্লাহ মিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলতাফ হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায় , ৩০ এপ্রিল ফেনীর কসকা থেকে কুমিল্লার চান্দিনায় ৩১৫ বস্তা ফুল পেট সয়াবিন পাঠানোর জন্য ভূঞাঁ ট্রান্সপোর্টের একটি ট্রাক ভাড়া করা হয়। নিয়ম মোতাবেক ওই ট্রাক ৩ ঘণ্টার মধ্যে কুমিল্লায় পৌঁছে মালামালগুলো চান্দিনার কাবিলাপুর মানহার অটো সয়াবিন এগ্রো লিমিটিডের কাছে বুঝিয়ে দেয়ার কথা ছিল। 

কিন্তু দীর্ঘ ৬ ঘণ্টা পরও সয়াবিনের ট্রাকটি চান্দিনায় পৌঁছেনি বলে মিল কর্তৃপক্ষ বাদী আলতাফ হোসেনকে জানায়। তিনি বিষয়টি ভূঞা ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারীকে তাৎক্ষণিক জানালেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

এরপর ভুক্তভোগী আলতাফ হোসেন সয়াবিন ভর্তি ট্রাকের হদিস না পেয়ে মোহাম্মদ আলীসহ ৩ জনের বিরুদ্ধে আত্মসাত ও প্রতারণার অভিযোগ তুলে থানায় মামলা করেন।

বাদী আলতাফ হোসেন জানান, ওই ট্রাকে ১৩ লাখ ৫৩ হাজার ১শ টাকার সয়াবিন ছিল। এসব সয়াবিন ট্রান্সপোর্টের মালিক মো. আলী, ড্রাইভার ইকবাল মিয়া ও হেলপার যোগসাজশে আত্মসাত করেছেন।

ফেনী আদালতের ওসি মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ